খোয়াই: সন্ন্যাসী বেশে ঘোরাফেরা সন্দেহজনক আটজনকে আটক করে জিজ্ঞাসা করার জন্য খোয়াই থানায় নিয়ে যায় পুলিশ
Khowai, Khowai | Oct 4, 2025 সন্ন্যাসীর বেশধারি কয়েকজন লোক খোয়াই মহকুমার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে। পুলিশ সন্দেহ মূলক তাদেরকে আটক করে খোয়াই থানায় নিয়ে যায় আজ বেলা দুইটা নাগাদ জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশের ধারণা পাকিস্তানের সন্ত্রাসবাদি মদত পুষ্ট সন্ত্রাসবাদীও হতে পারে। জিজ্ঞাসাবাদ চলছে।