শালবনি: শালবনিতে পাড়ায় সমাধান শিবিরে আবেদনের ফল, সৈয়দপুরে icds সেন্টারের চলছে মেরামতির কাজ
শালবনীতে বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির অবস্থা জড়া জীর্ণ। আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলাকালীন এই ভগ্ন প্রায় এই অঙ্গনারী কেন্দ্র বা আইসিডিএস সেন্টার গুলোর মেরামতের দাবি তুলেছিলেন সাধারণ মানুষ। সেই আবেদনে সাড়া দিয়ে এবার শালবনির এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির মেরামতের কাজ শুরু করলো প্রশাসন। আজ মঙ্গলবার সালবনির সৈয়দপুর এলাকায় ৩৩৭ নম্বর অঙ্গনারী কেন্দ্রের দরজা-জানলা পাইপলাইন থেকে শুরু করে সমস্ত কিছুই চলছে মেরামতের কাজ।