মেদিনীপুর: মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালের লোধাশবর অধ্যুষিত ভাদুলিয়া গ্রামে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো
মেদিনীপুর শহর থেকে খুব কাছেই মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়ি পাল এলাকা, গুড়গুড়ি পালের ভাদুলিয়া গ্রামে লোধা শবর এবং আদিবাসী অধ্যুষিত গ্রামে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো , খুব খুশি এলাকাবাসী। লক্ষীর ভান্ডারের টাকা জমিয়ে তা থেকে চাঁদা দিয়ে গ্রামের মহিলারা গ্রামে প্রথমবার অনুষ্ঠিত করতে চলেছেন দুর্গাপুজো।