কালনা ১: নশরতপুরের মাধব সাহার গলি সংলগ্ন এলাকায় দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ভাই
নশরতপুরের মাধব সাহার গলি সংলগ্ন এলাকায় দাদাকে খুনের অভিযোগে ভাই গ্রেফতার, ধৃতকে কালনা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মঙ্গলবার জানা গিয়েছে,পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের মাধব সাহার গলি সংলগ্ন এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বুধবার। মৃতের নাম বিমল কৃষ্ণ সাহা। প্রতিদিনের মতোই বুধবার ভোরে ফুল তুলতে ও বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করতে বেরিয়েছিলেন তিনি।