আমবাসা: স্বাস্থ্য শিবির আয়োজন বজিলা ও হনুমান পাড়া এলাকায়
স্বাস্থ্য শিবির আয়োজন দুর্গাজয় চৌধুরী পাড়ায় এএএম (AAM) এর উদ্যোগে জগবন্ধু পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত বজিলাপাড়া ও হনুমান পাড়ায় একদিনের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরে স্থানীয় জনগণের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ বিতরণ সহ বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সফল ও প্রশংসনীয়।