বহরমপুর: MMC&H- এর ইমারজেন্সি চত্বরকে ফাঁকা রাখতে তৎপরতা দেখা যায় সিকিউরিটি সুপারভাইজারদের
এবার মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি চত্বর কে ফাঁকা রাখতে তৎপরতা দেখা যায় সিকিউরিটি সুপারভাইজারদের ও ডিউটিরত গার্ড দের, কারণ এখানে চিকিৎসা করাতে জেলার বিভিন্ন জায়গা থেকে রোগীরা আছে তাদের ইমারজেন্সিতে ঢুকতে কোন অসুবিধা না হয় তাই সব সময় ইমারজেন্সি চত্বরকে ফাঁকা রাখতে তৎপর