কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরে বেশ কয়েকটি ক্লাব বারোয়ারির কার্তিক পূজার শুভ উদ্বোধন করলেন কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি
প্রসঙ্গত প্রতিবছরের মতো এ বছরও কৃষ্ণনগর শহরে ক্লাব বারোয়ারী গুলি মহা ধুমধাম এর সাথে করছে কার্তিক পূজার আরাধনা। এদিন রাতে বেশ কয়েকটি ক্লাব বারোয়ারির কার্তিক পূজার শুভ উদ্বোধন করলেন কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় কার্তিক পুজোর।