নবগ্রাম: খানাখন্দে মৃত্যুফাঁদ নবগ্রামের পলসন্ডা-লালবাগ সড়ক, উল্টে গেল স্কুল ভ্যান
খানাখন্দে মৃত্যুফাঁদ নবগ্রামের পলসন্ডা-লালবাগ সড়ক, উল্টে গেল স্কুল ভ্যান মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট পর্যন্ত ব্যস্ততম সড়ক এখন বিপজ্জনক খানাখন্দে ভরা। প্রতিদিন স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ ও পর্যটকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বুধবার সকালে এই রাস্তা দিয়েই যাওয়ার সময় উল্টে যায় একটি স্কুল ভ্যান, ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় শিশুরা। যদিও আহত হয় বেশ কয়েকজন ছাত্র। এই সড়ক ধরে এলাকার স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাংক ও কৃরীটেশ্বরী মন্