হরিহরপাড়া: হরিহরপাড়া ভিডিও রোডে টোটোর ধাক্কায় ভেঙে গেল স্কুটির একাংশ, জরিমানা না পেয়ে আটকে রাখল টোটো গাড়ি
হরিহরপাড়া বিডিও রোডে টোটো ও বাইক দুর্ঘটনা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া বিডিও রোড এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানতে পারা যায় মদ খেয়ে নেশা করে টোটো গাড়ি নিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল সেই সময় বিডিও রোড এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিকে সজরে গিয়ে ধাক্কা মারে, ঢাকা মারার ফলে স্কুটি একাংশ ভেঙে যায়। স্থানীয় মানুষজন ওই মদ্যপ টোটো চালককে আটকে রাখে এবং স্কুটির ক্ষতিপূরণ চেয়ে বেশ কিছুক্ষণ জটলা বাধে। পরবর্তীকাল টোটো গাড়িটি আটকে রেখে