বালি-জগাছা: হাওড়া লিলুয়া থানা অন্তর্গত ঝাউতলা শ্রী শ্রী শ্যামা পূজার আয়োজন
হাওড়া লিলুয়া থানার অন্তর্গত ঝাউতলা এলাকার শ্রী শ্রী শ্যামা পুজো এই বছর চতুর্থ তম বর্ষ পদার্পণ করেছে পুজো। ঝাউতলা এ শ্যামা পুজো দেখতে ভীর জমান বহু দর্শনার্থীরা প্রতি বছরের মত এ বছর। এছাড়াও এলাকার শিশুদেরকে নিয়ে এক বিভিন্ন খেলার আয়োজন করা হয়।