কোচবিহার ১: নির্দিষ্ট তিথি অনুসারেই কোচবিহার মদনমোহন বাড়িতে পূজিতো হবেন রাজ আমলের তারা মা, জানালেন পুরোহিত
রাজ আমল থেকেই সম্পূর্ণ নিয়ম নীতি মেনেই কোচবিহার মদনমোহন মন্দিরে পুজিত হয়ে আসছেন মা তারা । এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না কালীপুজোর দিন নির্দিষ্ট তিথিতেই পূজিত হবে তারা মা। উল্লেখ্য রাজ আমল থেকে শুরু হওয়া এই পুজো একটু ভিন্নভাবেই হয়। এই তারা মা কে সোনার গহনা দিয়ে সাজানো হয় পাশাপাশি 108 টি সোনার মুন্ড মালা পড়ানো হয়। পাশাপাশি এই পুজোতে থাকে বলি প্রথা। এ প্রসঙ্গে দেবত্র ট্রাস্টবোর্ড এর পুরোহিত কি জানিয়েছে শুনে নেব