রানিগঞ্জ: ছট পূজার জন্য শেষ মুহুর্তে রানীগঞ্জ ফলের বাজারে ভীড়
ছট পূজার জন্য শেষ মুহুর্তের ফলের বাজারে ভীড়। সোম বার বিকালে ছট পূজার জন্য ছট ব্রতীরা বিভিন্ন পুকুরের ঘাটে জমায়েত হয়ে পড়ন্ত সূর্যের পূজা করবেন এবং মঙ্গলবার ভোরবেলা সূর্যো উদয়ের সময় পুনরায় সূর্যের পূজা করে ব্রতীরা। ছট পূজার প্রাক্কালে ফল কেনার জন্য রবিবার বিকেল সাড়ে পাঁচটায় রানীগঞ্জ বাজারে ভীড় একজন ছট ব্রতী জানান বাজারে কিছু জিনিসের দাম গত বছরের তুলনায় একটু বেশি তাছাড়া গত বছরের মতো জিনিসপত্রর দাম একই রয়েছে।