কুলতলি: পাবলিক অ্যাপ এর খবরে জেরে বাঘে আক্রমণে নিহত মৎস্যজীবী পরিবারের বাড়িতে একাধিক জনপ্রতিনিধি
গত একুশে নভেম্বর সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হন মৎস্যজীবী তাপস হালদার। সেই খবর প্রথম পাবলিক অ্যাপে সম্প্রচারিত হয়। আমাদের খবরের জেরে একাধিক জনপ্রতিনিধি নিহত কুলতলির মৈপিঠ এর নগেনাবাদে নিহত মৎস্য জীবির বাড়িতে একাধিক জনপ্রতিনিধি সাহায্যের হাত বাড়িয়ে দেন আজ। এ বিষয়ে কি জানালেন শুনুন।