গত ইংরেজি ১৪ তারিখে এফবি পারমিতা ট্রলারকে বঙ্গোপসাগরে ভারতীয় জল সীমানায় এসে বাংলাদেশের উপলক্ষে বাহিনী এফবি পারমিতা ট্রলারকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় তাদের মধ্যে এখনো তিনজন মৎস্যজীবী নিখোঁজ তারই প্রতিবাদে আজ প্রতিবাদ ও ধিক্কার মিছিল মৎস্যজীবীদের কাকদ্বীপ বামুনের মোড় থেকে কাকদ্বীপ চৌরাস্তা মোড় পর্যন্ত এই মিছিল চলে এরপর কাকদ্বীপ নতুন কোর্টের সামনে একটি প্রতিবাদ মিছিল হয়।