তমলুক: দুর্গোৎসবের মহাঅষ্টমীর পুণ্যতিথিতে পুরুষোত্তমপুর শ্রীরামকৃষ্ণ সেবাসংঘে কুমারী পূজা দর্শনে আজ ভক্তের ঢল চোখে পড়ার মত
পূর্ব মেদিনীপুর জেলার পুরুষোত্তমপুরে শ্রীরামকৃষ্ণ সেবাসংঘের দুর্গোৎসবের মহাঅষ্টমীর পুণ্যতিথিতে প্রথা মেনে আজ অনুষ্ঠিত হল কুমারী পূজো। এই কুমারী পূজা দর্শনে ভক্তদের ঢল চোখে পড়ার মত। ভক্তরা মায়ের রূপ দর্শন করে নিজের ও দশের মঙ্গল কামনা করেন