কালচিনি: অন্যতম বড় ছট ঘাট কালচিনি ব্লকের বাসরা ছট ঘাট,পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে
আগামী সোমবার ও মঙ্গলবার ছট পুজো। আলিপুরদুয়ার জেলার অন্যতম বড় ছট ঘাট কালচিনি ব্লকের বাসরা ছট ঘাট। শনিবার দুপুর তিনটা নাগাদ দেখা গেল ছট পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী সোমবার বিকেলে অস্তগামী সূর্যের অর্ঘ্য দেওয়া হবে আর মঙ্গলবার সকালে উদীয়মান সূর্যের অর্ঘ্য দেওয়া হবে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বর্তমানে ছট ঘাট নির্মাণ কাজ চলছে জোরকদমে। বাসরা ছট ঘাটে ছট ঘাট নির্মাণ প্রস্তুতি চলছে। বাসরা ছট ঘাটে এবছর ৫০০ অধিক ছট ঘাট তৈরি হচ্ছে।