এক নাবালিকাকে ধর্ষণ করে পালাতে গিয়ে শেষ রক্ষা হলো না অভিযুক্তের, পালাতে গিয়ে খড়গপুর জিআরপির হাতে ধরা পড়লো বছর চল্লিশের ওই অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই অভিযুক্তের নাম আবুল হোসেন। রীতিমতো পিছু ধাওয়া করে পাকড়াও করা হয় অভিযুক্তকে। নাবালিকা ধর্ষণের অভিযুক্ত এই যুবককে ধরার জন্য দেশজুড়ে জারি করা হয়েছিল হাই এলার্ট। অভিযুক্ত ধরা পড়ার খবর পেয়েই আজ বুধবার কেরালা পুলিশ খড়গপুর থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছে ।