ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুর পিয়ালা মোড়ের সার্ভিস রোডে সিভিক ভলেন্টিয়ারের দূরদর্শিতায় প্রাণে বাঁচলো বাইক আরোহী
সিভিক ভলেন্টিয়ারের দূরদর্শিতায় প্রাণে বাঁচলো বাইক আরোহী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিভিক ভলেন্টিয়ার গৌরাঙ্গ বিশ্বাস দিশা হাসপাতাল সাইডে কর্মরত ছিল। হঠাৎই কিছু ব্যক্তি তাকে এসে জানায় সড়ক দুর্ঘটনা ঘটেছে।সিভিক ভলেন্টিয়ার পিয়ালা গ্রামের সার্ভিস রোডে একজন বাইক আরোহী এক্সিডেন্ট করেছে । লোকটি অজ্ঞান অবস্থায় পরে আছে বেশি দেরি না করে আহত বাইক আরোহী কে একটি অটো করে সিটি সেন্টারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে লোকটির নাম লক্ষণ মিস্ত্রি।