নলহাটি ২: ভদ্রপুরের দাস পাড়ার বড়মা ও দক্ষিণপাড়া যুব কল্যাণ কমিটির কালী প্রতিমা দর্শনে ভিড় জমিয়েছেন বহু মানুষ
ভদ্রপুর গ্রামে মহা ধুমধাম করে পূজিত হচ্ছে দাসপাড়ার সূর্যোদয় ক্লাবের সার্বজনীন কালী পূজা। বহু বছর ধরে হয়ে আসছে এই কালী প্রতিমা। এখানে মায়ের উচ্চতা বারো হাত তাই অনেকে বলেন বারো হাতের কালি আবার কেউ কেউ বলেন বড়মা। বলিদানের মাধ্যমে নিষ্ঠা সহকারে এ মায়ের পুজো করা হয়। এলাকাবাসীদের পাশাপাশি বহু দূর দুরান্ত থেকে অনেক মানুষ পুজো দিতে আসেন তাদের মনোস্কামনা পূরণের জন্য। এই পুজো ঘিরে বসে ছোট মেলা।