বারুইপুর: ৭৫ তম প্রধানমন্ত্রী র জন্মদিন উপলক্ষে প্রসাদ বিতরণ হলো বারুইপুরে
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির৭৫ জন্মদিন উপলক্ষে বারুইপুরে শিবানী পিঠের কাছে রজনীগন্ধা কমপ্লেক্সের সামনে বিজেপির পক্ষ থেকে মহানবমী প্রসাদ ভোগ বিতরণ করা হচ্ছে! প্রায় দেড় হাজার মানুষকে এই মহাপ্রভোগ বিতরণ করেছে! এই মইন উদ্যোক্তা বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর !