কুমারগ্রাম: বারবিশায় কালীপুজো উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র
কালীপুজো উপলক্ষে বারবিশা চৌপথীতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে ওই সহায়তা কেন্দ্রটি খোলা হয়েছে। এদিন সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ১ অঞ্চল সভাপতি কৌশিক দাস, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় সহ অন্যরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের কোনও সমস্যা হলে সহযোগিতার জন্য এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।