মথুরাপুর ২: পাঁচপুকুর মুন্ডাপাড়া দুর্গা উৎসব কমিটির উদ্যোগে ঘোড়ার গাড়ি করে কুমারী পূজার আয়োজন করা হয়
আজ মহা নবমীর শুভক্ষনে পাঁচপুকুর মুন্ডাপাড়া দুর্গা উৎসব কমিটির উদ্যোগে এক কুমারী পূজার আয়োজন। ঐতিহ্যের ছোঁয়ায় ঘোড়ার গাড়ি করে কুমারী মাকে নিয়ে প্রায় ৮শত ভক্তরা মিলে সাত কিলো মিটার রাস্তা পায়ে হেঁটে ভক্তরা রেলির মাধ্যমে কুমারীকে পূজা মন্ডপে আনেন । একদিকে ঢাক ঢোল শঙ্করধ্বনি আর জয় মা দুর্গা ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা মণ্ডপে কুমারীকে এনে সম্পূর্ণ হয় পূজা আরাধনা। এ বছর নিয়ে তৃতীয় তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। এখনো পর্যন্ত এই পুজো কমিটি