ঘাটাল: ঘাটাল প্রতাপপুর পূর্বপাড়া গ্রামবাসী বৃন্দ এ বছরে তাদের থিম বর্ণপরিচয় মঞ্চ
প্রতাপপুর পূর্বপাড়া গ্রামবাসী বৃন্দ এ বছরে তাদের থিম বর্ণপরিচয় মঞ্চ, এই থিমের মধ্য দিয়ে বিদ্যাসাগর মহাশয় এর জীবন কাহিনী তুলে ধরেছেন পূজো উদ্যোক্তারা। ঘাটালের বীরসিংহ গ্রামে এই বিদ্যাসাগর মহাশয় এর যে জন্মভিটে সেই জন্মভিটের পরিচয় তুলে ধরেছেন এই প্যান্ডেলের মধ্য দিয়ে। দুর্গাপুজোর এই অভিনব প্যান্ডেল দেখে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষজন।