বারাবনী: বারাবানীতে সংহতি সংঘের
দুর্গাপূজা প্যান্ডেলের উদ্বোধন করলেন মেয়র
বারাবানীতে সংহতি সংঘের দুর্গাপূজা প্যান্ডেলের উদ্বোধন করলেন মেয়র বারাবনি বিধানসভার নুনি গ্রামের সংহতি সংঘের দ্বিতীয় বছরের পুজোর আনুষ্ঠানিকভাবে আজ দুপুর ১টায় উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুফল মাঝি নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারি বিশিষ্ট সমাজসেবী বরুণ তেওয়ারি সহ অনেকে এইবারে থিম থিম কাল্পনিক মন্দির