হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে বুধবার বার্ষিক খাদ্য ও বই মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়। “From Page to Plate: Food and Book Festival of Krishna Chandra College” শীর্ষক এই মেলাটি কলেজের ইন্ডোর স্টেডিয়ামে সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলে। মেলায় প্রবেশের সময় ইন্ডোর স্টেডিয়ামের সামনে থাকা কুপন কাউন্টার থেকে নগদ বা ইউপিআই-এর মাধ্যমে কুপন সংগ্রহ করে নির্দিষ্ট খাবারের কাউন্টার থেকে পছন্দমতো খাবার কেনার ব্যবস্থা ছিল।