শীতলকুচি: নগর লালবাজার এলাকায় আমুরুল্লা পাটোয়ারী মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে তৃণমূল পরিচালিত নতুন পরিচালন সমিতি গঠিত হলো
রবিবার নগর লালবাজার আমুরুল্লা পাটোয়ারী মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের পরিচালন সমিতি গঠিত হল ।বিরোধী দলের কেউ মনোনয়ন জমা না দেওয়ায় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে শান্তিপূর্ণভাবেই পাঁচ সদস্যের কমিটি গঠন সম্ভব হয়েছে।নবগঠিত পরিচালন সমিতির সভাপতি মজরুল মিয়াঁ। এছাড়াও সদস্য পদে রয়েছেন আব্দুল সোবাহান, আখের আলি, সফিয়ার মিয়াঁ ও আব্দুল মোন্নাত।