হরিশ্চন্দ্রপুর ১: পারিবারিক জমির জমা নিয়ে বিবাদে বয়স্ক বাবা ও দাদাকে মারধর, ঝিকো ডাঙ্গা গ্রামে চাঞ্চল্য
জমি বিবাদের জেরে বয়স্ক বাবাকে মারধর মেজো ছেলের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বড়ো ছেলে। লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় চাঞ্চল্য ঝিকোডাঙ্গা গ্রামে। অভিযোগ উঠেছে মেজো ছেলে দিপু দাস ও তার স্ত্রী সুমতি দাসের বিরুদ্ধে। মারধর করা হয়েছে বাবা বৈদ্যনাথ দাস ও তার বড় ছেলে প্রকাশ দাস কে। বাড়িতে বাবা রান্নাঘর করাই সেই ঘর ভেঙে ফেলতে বলছে মেজো ছেলে বলেই অভিযোগ।