মহিষাদল: মহিষাদল রাজবাড়ির প্রায় আড়াইশো বছরের প্রাচীন দুর্গাপূজো প্রতিপদ থেকেই শুরু হলো
প্রতিপদ সোমবার থেকেই শুরু হলো প্রায় ২৫০ বছরের প্রাচীন মহিষাদল রাজবাড়ির পুজো। আগেকার সেই জৌলুশ আড়ম্বর আজকে অনেকটাই কমে গিয়েছে। কিন্তু নিয়ম মেনেই প্রতিপদে ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হল মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। প্রায় ২৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুজো দেখতে আজও ভিড় জমান দূরদূরান্তের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। প্রতিমা দর্শন করতে আসেন ভিন রাজ্য, ভিন জেলার দর্শনার্থীরাও। প্রায় ১৭৭৪ সালে মহিষাদলের রানি জানকীর আমলে রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়েছিল।