জলপাইগুড়ি: অমানবিক! কুকুরের পেটে কাঁচির কোপে চাঞ্চল্য জলপাইগুড়িতে
অমানবিক! কুকুরের পেটে কাঁচির কোপে চাঞ্চল্য জলপাইগুড়িতে। দশমীর দিন রাখাল দেবী এলাকায় ঘটে গেল অমানবিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এক নিরীহ কুকুরের পেটে কাঁচি ঢুকিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পশুপ্রেমী অপরূপ প্রান্তের ফোনে ঘটনাটি জানতে পেরে দ্রুত ছুটে যান গুড্ডু সরকার। তিনি পৌঁছে দেখেন, কুকুরটির পেটে গভীরভাবে কাঁচি গেঁথে রয়েছে এবং সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এরপর পশু চিকিৎসকের পরামর্শে টানা আড়াই ঘণ্টা