পুঞ্চায় অনুষ্ঠিত হলো বিজেপির সাংগঠনিক বৈঠক। মঙ্গলবার বিকেল চারটা থেকে পুঞ্চা ব্লক ময়দানে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি বৈঠক বলে জানা যায়।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি জনপ্রিয় ঘোষ,মানবাজার বিধানসভার কনভেনার বানীপদ কুম্ভকার, মন্ডল-৩ এর সভাপতি ভাগ্যধর পাত্র সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা।