মাদারিহাট: সোমবার থেকে বীরপাড়ার সুভাষপল্লীতে ব্যক্তিগত খরচে নিকাশি নালা সাফাই শুরু করলেন পঞ্চায়েত সদস্যা সারথি রায়
সোমবার থেকে বীরপাড়ার সুভাষপল্লীতে ব্যক্তিগত খরচে নিকাশি নালা সাফাই শুরু করলেন বীরপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা সারথি রায়। এতে খুশি স্থানীয়রা। তাঁরা জানান প্রায় ১২ বছর ধরে সুভাষপল্লীর একটি নালা সাপাই করা হয়নি। নালাটি আবর্জনা এবং মাটিতে মজে গিয়েছিল। বৃষ্টি হলেই নোংরা জল ঢুকে পড়ত বাড়িতে। নিকাশি সমস্যা নিয়ে প্রায় এক দশক ধরে বারবার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও লাভ হয়নি। সোমবার পঞ্চায়েত সদস্যা সারথি রায় জা