তমলুক: দীপাবলি রাতে কনকপুর এলাকায় দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু ১ আহত ৩, মৃতদেহের ময়না তদন্ত হলো তমলুক হসপিটালে
পূর্ব মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কনকপুর এলাকায় গতকাল দীপাবলি রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সূত্রে জানা গেছে মেছোগ্রামের দিক থেকে একটি বাইকে দুজন আসছিলেন এবং পাঁশকুড়া স্টেশনের দিক থেকে আরেকটি বাইকের দুজনে যাচ্ছিলেন। কনক পুরের কৃষিমান্ডির কাছাকাছি দুটি বাইকের সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সৌরভ দাস আহত তিনজনকে পাঁশকুড়া হসপিটাল এ ভর্তি করার পর অবস্থার অবনীত হলে তমলুক হসপিটালে স্থানান্তর করা হয়।