উন্নয়নের পাঁচালীর প্রচার করতে গিয়ে ভাতারের বড়বেলুন গ্রামে বিধায়ক বললেন, "দুয়ারে সরকার যখন রয়েছে সমস্ত উন্নয়ন যখন আপনারা পাচ্ছেন অন্য বিরোধীদলকে কেন ভোট দেবেন।" কর্মসূচি শেষ হলো শনিবার ৫:৩০ মিনিটে।
ভাতার: উন্নয়নের পাঁচালীর প্রচারে বড়বেলুনে বিধায়ক বললেন,"দুয়ারে সরকার যখন রয়েছে তখন বিরোধীদের ভোট দেবেন কেন? - Bhatar News