কাটোয়া ১: "জীবিত মানুষকে মৃত বানিয়েছে বিজেপি " ভোটের সুবিধা ও পেয়েছে বিজেপি, কাটোয়ায় সাংবাদিক সম্মেলন করে দাবি বিধায়কের
মিথ্যাচার করে বিজেপি সংবাদ মাধ্যমকে বলে মিথ্যে খবর পরিবেশন করিয়েছে। বিভিন্ন তথ্য তুলে ধরে সোমবার সন্ধ্যায় কাটোয়ায় সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। কয়েকদিন আগেই কাটোয়া বিধানসভার কুয়ারা গ্রামের ২৫৮ নম্বর বুথে ৫৯ জন মৃত ভোটার রয়েছে বলে দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব যার সুবিধা পেয়েছে তৃণমূল, রবীন্দ্রনাথ বাবু এদিন তিনি বলেন 59 জন মৃত ভোটার নেই দুজন এখনো জীবিত।