ভগবানগোলা ১: ভগবানগোলায় পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু: তামিলনাড়ু থেকে ফিরেই গলায় ফাঁস যুবকের
মুর্শিদাবাদের ভগবানগোলায় ফের এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃত যুবকের নাম ওয়াহিদ সেখ (২৪), বাড়ি ভগবানগোলা থানার রামকান্তপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে প্রায় ১০-১২ জন যুবকের সঙ্গে ওয়াহিদ কাজের উদ্দেশ্যে তামিলনাড়ুতে যায়। সেখানে গিয়ে তারা নানা সমস্যায় পড়েন। অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়ে ব্যাগপত্র কেড়ে নেয় এবং মারধরও করে। এরপর টাকার অভাবে বাড়ি ফেরার ট্রেনের টিকিট কাটতে পারেনি তারা।