কলকাতা: দমদম সংশোধনাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা বন্দী জীবনের বিবর্তন তুলে ধরছেন দুর্গা পুজো মণ্ডপে
দমদম সংশোধনাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা বন্দী জীবনের বিবর্তন তুলে ধরছেন মণ্ডপে। দমদম সংশোধনাগারের সাজা প্রাপ্ত যাবজ্জীবন বন্দিরা এবার চমক দিতে চলেছেন। থিমের মাধ্যমে জেলের ভেতরের অভ্যন্তরের নানা চিত্র তারা তুলে ধরবেন দুর্গাপুজোর মণ্ডপে। স্বাধীনতার সময় ভয়াবহ জেল জীবন থেকে সংশোধনাগারের বর্তমান অবস্থার রূপান্তরের ছবি দেখা যাবে দমদম সংশোধনাগারের বাইরে বন্দিদের উদ্যোগে তৈরি মণ্ডপে।।