গাজোল: ১ শিশু বাচ্চা খেলার সমায় কানের মধ্যে পাথর ঢুকে গিয়ে বিপত্তি ঘটে চাঞ্চল্য ছড়িয়েছে রসিকপুর গ্রাম এলাকায়
Gazole, Maldah | Nov 9, 2025 এক শিশু বাচ্চা খেলার সমায় কানের মধ্যে পাথর ঢুকে গিয়ে বিপত্তি ঘটে। এরপর ওই শিশু বাচ্চাটির মা এই ঘটনা জানানে পরে। ওই শিশু বাচ্চাটি কে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। গাজোল স্টেট জেনারেল হাসপাতালে কান থেকে পাথর বের করার কোন চিকিৎসা না থাকার কারণে। গাজোল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই শিশু বাচ্চাটিকে তথখনী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। রবিবার সকাল ১১ টা নাগাদ জানা গিয়েছে কানের মধ্যে পথর ঢুঁকে ব