পাথরপ্রতিমা: সংশোধনী ওয়াকফ আইন প্রত্যাহার, এসআইআর ও পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবিতে প্রকাশ্য জনসমাবেশ পাথরপ্রতিমার তেঁতুলিয়ায়
সংশোধনী ওয়াকফ আইন প্রত্যাহার,এসআইআর র নামে নাগরিকদের হেনস্থা,পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবিতে অলইন্ডিয়া তৌহিদী জনতার ডাকে আজ অর্থাৎ ১৬ নভেম্বর দুপুর থেকে দক্ষিণ২৪পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া বাজার মসজিদ সংলগ্ন ময়দানে প্রকাশ্য জনসমাবেশ হয়,সংশোধনী ওয়াকফ আইন,এসআইআর,এনআরসি, শ্রমিকদের সুরক্ষা নিয়ে বক্তব্য রাখা হয়