কালচিনি: হাসিমারা ও মাদারিহাটের মাঝে সড়কের ধার থেকে আহত লেপার্ড উদ্ধার করল বনকর্মীরা, পরবর্তীতে লেপার্ডের মৃত্যু হল
সড়কের ধার থেকে আহত লেপার্ড উদ্ধার করল বনকর্মীরা, পরবর্তীতে লেপার্ডের মৃত্যু হল। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন সড়কের। বুধবার সকাল দশটা নাগাদ জানা যায় গতকাল রাতে সড়কের ধারে আহত অবস্থায় পড়ে ছিল একটি লেপার্ড সম্ভবত কোনো গাড়ির ধাক্কায় আহত হয় লেপার্ডটি। খবর পেয়ে ঘটনাস্থলে জলদাপাড়া বনদপ্তরের বনকর্মীরা পৌছে আহত লেপার্ড কে উদ্ধার করে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরবর্তীতে লেপার্ডটি মৃত্যু হয়েছে।