রতুয়া ১: বেপরোয়া যানবাহন চালকদের বিরুদ্ধে রতুয়ায় করা হাতে অভিযান নামল পুলিশ প্রশাসন
Ratua 1, Maldah | Oct 22, 2025 বেপরোয়া ভাবে রাস্তায় যানবাহন চলাচলকারী চালকদের বিরুদ্ধে করা হাতে পদক্ষেপ নিতে রতুয়া জুড়ে পুলিশের অভিযান। অসতর্ক মোটর বাইক চালকদের কড়া ভাষায় সতর্ক করে দেওয়ার পাশাপাশি বেশ কিছু টোটো চালকদের সতর্ক করা হয়। নাবালক টোটো চালক কেন টোটো চালাচ্ছে সে বিষয়ে খোঁজ-খবর নিলেন পুলিশকর্তারা। পরিবারের সাথে কথা বলে যাতে করে কোনভাবেই নাবালকরা টোটো রাস্তায় না চালায়।সে ক্ষেত্রে করা বার্তা রাখা হয় পুলিশের তরফে।