কুলতলি: সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকের ক্যামেরায় বন্দি হলো রয়েল বেঙ্গল টাইগার
কলকাতা থেকে ১৬ জনের পর্যটকের দল কৃষ্ণ কালী নামক সুজিত সাফুই এর নৌকায় তারা কুলতলীর কৈখালী থেকে বৈধ পাস নিয়ে বনি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। আজ বিকালে সেখানে সুন্দরবন নেচার গাইড মনিরুল লস্কর ও অসিম নাইয়ার ক্যামেরায় বন্দী হয় সুন্দর বনের রয়েল বেঙ্গল টাইগার।বারে বারে সুন্দরবনের বাঘের চিত্র ক্যামেরা বন্দি হওয়ায় পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়ছে।