ইটাহার: ইটাহারের এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কালিয়াগঞ্জের এক যুবক
এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। মঙ্গলবার ইটাহারের পুলিশ ধৃতকে আদালতে পেশ করলে বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। ধৃতের নাম মাবুদ আলি। তার বাড়ি কালিয়াগঞ্জ থানার নটুয়াডাঙী এলাকায়। ঘটনাটি ইটাহারের একটি গ্রামের। জানা গিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর থেকে নাবালিকা নিখোঁজ ছিল। নাবালিকার কোনও খোঁজ না পেয়ে তার পরিজন থানায় নিখোঁজের অভিযোগ জানান। তবে বেশ কয়েকদিন পর নাবালিকা বাড়ি ফিরে এসে জানায় ওই যুবক তাকে অপহরণ এবং ধর্ষণ করে।