তুফানগঞ্জ ১: থানাপাড়া নিউ প্রগতি ক্লাবের ৫৫ তম দূর্গা পূজার প্যান্ডেল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল
রবিবার সন্ধ্যায় এমনটাই জানান ক্লাব কমিটির সভাপতি কমলেশ ঘোষ। তুফানগঞ্জ থানাপাড়া নিউ প্রগতি ক্লাবের এবারে ৫৫ তম বর্ষ। মূল থিম সাবেকিয়ানা প্রতিমা। পরিবেশ সচেতনতার উপর বিশেষ নজর দিয়েছে এবারে এই ক্লাব।