সিঙ্গুর: সিঙ্গুরে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক বেচারাম মান্না ও বিধায়ক করবি মান্নার উদ্যোগে ছট পূজা উপলক্ষে বস্তু উপহার প্রদান
Singur, Hooghly | Oct 22, 2025 বুধবার হুগলির সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও বিধায়ক করবি মান্নার উদ্যোগে ছট পূজা উপলক্ষে বস্তু উপহার প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্রা, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রা এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ, কর্মী ও সমর্থকরা।