কমলপুর প্রেস ক্লাবে দিব্যাঙ্গরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরে। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর থেকে তাদেরকে ২০২০ সালে পরিচয়পত্র দেওয়া হয়। কিন্তু সেই পরিচয় পত্রে শুধু দিব্যাঙ্গ ব্যক্তির নাম রয়েছে। কিন্তু বাবার নাম, মার নাম, জন্মতারিখ, এমনকি ঠিকানাটাও ঠিকভাবে দেওয়া হয়নি। যার কারণে অনেকে এখন পর্যন্ত সে আই কার্ড তথা দিব্যাঙ্গ কার্ড পায়নি। দিব্যাঙ্গদের একুশটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কিন্তু ঐ কার্ডে শুধুমাত্র একটা শ্রেণী রয়েছে উল্লেখ করা।