নানুর: সিউড়ি–কাটোয়া রাজ্য সড়কে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু ১
Nanoor, Birbhum | Nov 22, 2025 কীর্ণাহার থানা এলাকার দাসকলগ্রাম থেকে ফুটিসাঁকোর দিকে কিছুটা এগোতেই ঘটে পথ দুর্ঘটনা টি। শুক্রবার রাতে প্রাণ গেল পূর্ণচন্দ্র মন্ডল নামে বছর ৪৫ এর এক ব্যক্তি। তাঁর বাড়ি কীর্ণাহার থানার দাসকলগ্রামেই। শনিবার বিকেলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ফুটিসাঁকো দিক থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন পূর্ণচন্দ্রবাবু। সেই সময় পিছন দিক থেকে আসা একটি মোটরবাইক সজোরে তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশেই ছিটকে পড়েন। পরে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন।