বহরমপুর: প্রয়াত নেত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন, বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে
আজ, ৩১ শে অক্টোবর, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, এশিয়ার মুক্তি সূর্য এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক শ্রীমতী ইন্দিরা গান্ধীজির প্রয়াণ দিবস। এই বিশেষ দিনটিতে তাঁকে গভীর শ্রদ্ধা জানাতে আজ সকালে জেলা অফিস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য স্মরণসভার আয়োজন করা হয়। জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় দলীয় কর্মী-সমর্থক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা সমবেত হন। প্রথমেই শ্রীমতী গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলাস্তরের নেতৃত্ববৃন্দ।