রানিবাঁধ: রানীবাজার বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে SIR নিয়ে সতর্কবার্তা সাংসদের, ‘অ্যাবসেন্ট’ হলে হারাতে পারেন ভোটাধিকার
রানিবাঁধ ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলনীতে বাঁকুড়ার সাংসদ SIR নিয়ে বাসিন্দাদের সতর্ক করেন। তিনি জানান, ২০০২ সালের ভোটার লিস্ট ও ২০০২–২০২৫ পর্যন্ত নতুন নামের ভিত্তিতেই ভোটার তালিকা তৈরি হবে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করবেন। সেই সময় কেউ বাড়িতে না থাকলে তাকে ‘অ্যাবসেন্ট’ লেখা হতে পারে। তাতে ভোটাধিকার হারানোর আশঙ্কা রয়েছে। এমনকি অনেককে ‘বিদেশি’ আখ্যা দিয়ে ডিটেনশনে পাঠানোও হতে পারে।