বালি-জগাছা: বুধবার সন্ধ্যায় দেব দীপাবলি উপলক্ষে সালকিয়া বাধা ঘাটে হাজার হাজার পূর্ণার্থীদের ভিড়
বুধবার সন্ধ্যায় দেব দীপাবলি উপলক্ষ্যে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে হাজার হাজার পূর্ণার্থী ভিড় করেন। প্রতি বছর দীপাবলীর ১৫ দিন বাদে এই দেব দীপাবলি অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এদিন দেব দেবীরা নদীর ধারে দীপাবলি উৎসব পালন করেন। সে বিশ্বাস থেকেই ভক্তরা গঙ্গায় প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেন। আবার কেউ কেউ ঘাটেতে প্রদীপ জ্বালিয়ে আরাধনা করেন।