হিঙ্গলগঞ্জ: শেচ দপ্তরের কর্মীকে মারধরের ঘটনায় হেমনগরের খুদেরঘাট এলাকায় নদী বাঁধ সংস্কারের কাজ বন্ধ করে দিল কর্মীরা
শেচ দপ্তরের কর্মীকে মারধরের ঘটনায় হেমনগরের খুদেরঘাট এলাকায় মঙ্গলবার দুপুর বারোটা থেকে নদী বাঁধ সংস্কারের কাজ বন্ধ করে দিল শেচ দপ্তরের কর্মীরা গত কয়েকদিন আগে পূর্ণিমার ভরা কটালের জেরে হিঙ্গলগঞ্জের হেমনগরের খুদেরঘাট এলাকায় প্রায় 300 ফুট মতো নদী ধ্বসে গিয়েছিল। খবর পাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ সংস্কার করছে শেচ দপ্তর। এই কাজ চলাকালীন ওই এলাকার এক তৃণমূল কর্মী মানোস হালদার শেচ দপ্তরের কর্মীদের কাছে মোটা অংকের টাকার দাবি করে। সেই টাকা না দেওয়া